108 Names Of Ganesh In Bengali

॥ 108 Names of Ganesh Bengali Lyrics ॥

॥ শ্রীগণেশাষ্টোত্তরশতনামাবলিঃ ॥

ওঁ বিঘ্নেশায় ।
বিশ্ববরদায় (বিশ্ববদনায়) ।
বিশ্বচক্ষুষে ।
জগত্প্রভবে (জগত্পতয়ে) ।
হিরণ্যরূপায় ।
সর্বাত্মনে ।
জ্ঞানরূপায় ।
জগন্ময়ায় ।
ঊধ্বরেতসে ।
মহাবাহবে নমঃ ॥ ১০ ॥

ওঁ অমেয়ায় ।
অমিতবিক্রমায় ।
বেদবেদ্যায় ।
মহাকালায় (মহাকায়ায়) ।
বিদ্যানিধয়ে ।
অনাময়ায় ।
সর্বজ্ঞায় ।
সর্বগায় ।
শান্তায় ।
গজাস্যায়নমঃ ॥ ২০ ॥

ওঁ চিত্তেশ্বরায় ।
বিগতজ্বরায় ।
বিশ্বমূর্তয়ে ।
অমেয়াত্মনে ।
বিশ্বাধারায় ।
সনাতনায় ।
সামগানপ্রিয়ায় ।
মন্ত্রিণে ।
সত্ত্বাধারায় ।
সুরাধীশায় (সুরাধিপায়) নমঃ ॥ ৩০ ॥

ওঁ সমস্তসাক্ষিণে ।
নির্দ্বন্দ্বায় ।
নির্লোকায় (নির্লিপ্তায়) ।
অমোঘবিক্রমায় ।
নির্মলায় ।
পুণ্যায় ।
কামদায় ।
কান্তিদায় (কবয়ে) ।
কামরূপিণে। কামপোষিণে (কামবেষায়) নমঃ ॥ ৪০ ॥

ওঁ কমলাক্ষায় ।
গজাননায় (কলাধরায়) ।
সুমুখায় ।
শর্মদায় ।
মূষকাধিপবাহনায় ।
শুদ্ধায় ।
দীর্ঘতুণ্ডায় (দীর্ঘতুণ্ডধরায়) ।
শ্রীপতয়ে (শ্রীমতে) ।
অনন্তায় ।
মোহবর্জিতায় নমঃ ॥ ৫০ ॥

ওঁ বক্রতুণ্ডায় ।
শূর্পকর্ণায় ।
পরমায় (পবনায় পাবনায়) য়োগীশায় ।
য়োগধাম্নে (য়োগিবন্দ্যাঙ্ধ্রয়ে) ।
উমাসুতায় (উমাসূনবে) ।
আপদ্ধন্ত্রে (অঘাপহায়) ।
একদন্তায় ।
মহাগ্রীবায় ।
সিদ্ধসেনায় (সিদ্ধিসেবিতায়) নমঃ ॥ ৬০ ॥

See Also  Nitishatak By Bhartrihari In Bengali

ওঁ সিদ্ধবেদায় (সিদ্ধিদায়) ।
করুণায় ।
সিদ্ধায় ।
(করুণাসিন্ধবে) ভগবতে ।
অব্যগ্রায় (ভব্যবিগ্রহায়) ।
বিকটায় ।
কপিলায় ।
ঢুণ্ঢিরাজায় (ঢুণ্ঢয়ে) ।
উগ্রায় ।
ভীমোদরায় (ভীমায়) ।
হরায় নমঃ ॥ ৭০ ॥

ওঁ শুভায় ।
গণাধ্যক্ষায় ।
গণেশায় ।
গণারাধ্যায় ।
গণনায়কায় ।
জ্যোতিঃস্বরূপায় ।
ভূতাত্মনে ।
ধূম্রকেতবে ।
অনুকূলায় ।
কুমারগুরবে নমঃ ॥ ৮০ ॥

ওঁ আনন্দায় ।
হেরম্বায় ।
বেদস্তুতায় ।
নাগয়জ্ঞোপবীতিনে ।
দুর্ধর্ষায় ।
বালদূর্বাঙ্কুরপ্রিয়ায় ।
ভালচন্দ্রায় ।
বিশ্বধাত্রে (বিশ্বধাম্নে) ।
শিবপুত্রায় ।
বিনায়কায় নমঃ ॥ ৯০ ॥

ওঁ লীলাসেবিতায় (লীলাবলম্বিতবপুষে) ।
পূর্ণায় ।
পরমসুন্দরায় ।
বিঘ্নান্তকারায় (বিঘ্নান্ধকারমার্তাণ্ডায় বিঘ্নারণ্যদাবানলায়) ।
সিন্দূরবদনায় ।
নিত্যায় ।
বিভবে ।
প্রথমপূজিতায় (বিষ্ণুপ্রথমপূজিতায়) ।
দিব্যপাদাব্জায় (শরণ্যদিব্যপাদাব্জায়) ।
ভক্তমন্দারায় (ভক্তমন্দারভূরুহায়) নমঃ ॥ ১০০ ॥

ওঁ মহাশূরায় ।
রত্নসিংহাসনায় (রত্নসিংহাসনাসীনায়) ।
মণিকুডলমণ্ডিতায় ।
ভক্তকল্যাণায় (ভক্তকল্যাণদায়) ।
অমেয়ায় ।
কল্যাণগুরবে ।
(অমেয়কল্যাণগুণসংশ্রয়ায়) সহস্রশীর্ষ্ণে ।
মহাগণপতয়ে নমঃ ॥ ১০৮ ॥

ইতি গণেশাষ্টোত্তরশতনামাবলিঃ সমাপ্তা ।

– Chant Stotra in Other Languages –

Sri Ganesh Ashtottarashata Namavali » 108 Names of Ganesh Lyrics in Sanskrit » English » Gujarati » Kannada » Malayalam » Odia » Telugu » Tamil

See Also  108 Names Of Sri Guruvayupuresa In Bengali